বিমানবন্দরে চেকিং- এ সন্দেহভাজন ব্যক্তি আটক! মিলল কার্তুজ
তৃণমূলের আইটি সেল দুর্বল ! হঠাৎ কেন এই কথা বললেন মমতা
আমাদের লোকের কাছে আমরা যেতে পারিনা ! ফের মুর্শিদাবাদ হিংসা প্রসঙ্গে অমিত শাহকে দুষলেন মমতা
ওয়াক্‌ফ আইন অসাংবিধানিক, আমাদের লড়াই চলবে ! বড় ঘোষণা করলেন আসাদুদ্দিন ওয়াইসি
মুসলিমরাই দেশকে ঐক্যবদ্ধ রেখেছে ! ওয়াক্ফ আইন প্রসঙ্গে বড় দাবি করলেন মেহবুবা মুফতি
মুর্শিদাবাদের বাস্তব ঘটনা জানতে ময়দানে নামছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
এই জায়গায় ২ দিন বৃষ্টি হবে, গরম থেকে স্বস্তি পাবেন মানুষ!
ভবিষ্যতের জন্য সম্পত্তি বাতিল! ওয়াকফ নিয়ে বড় দাবি বিজেপি সাংসদের
মন্দিরে চুরির চেষ্টা করে হল না শেষরক্ষা, চোরদের ঠাঁই শ্রীঘরেই!

বালিচক ফ্লাই ওভার : রেলকে ডেডলাইন রাজ্যের

বালিচক ফ্লাই ওভারের সমস্যা বহুদিনের। রেলের অংশের কাজ নিয়ে বাড়ছে জটিলতা। কবে মিটবে সাধারণ মানুষের সমস্যা? ম্যারাথন বৈঠক হল। রেলকে এবার ডেড লাইন বেধে দিল রাজ্য।

author-image
Pallabi Sanyal
New Update
bbb

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : দ্রুত সম্পূর্ণ করতে হবে বালিচক ফ্লাই ওভারের কাজ। রেল ও রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে ম্যারাথন বৈঠক ডেবরা ব্লক অফিসে।  পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের অন্যতম জ্বলন্ত সমস্যা হল বালিচক রেলগেটে ফ্লাই ওভার ব্রিজ। বর্তমানে এই বালিচক রেলগেটে দিয়ে পূর্ব মেদিনীপুর জেলার দীঘা,এগরা,পটাশপুর যায় বহু যানবাহন। বালিচক ফ্লাই ওভার তৈরির ক্ষেত্রে ইতিমধ্যে রাজ্য সরকারের কাজ প্রায় সম্পূর্ণ। কিন্তু রেলের উদাসীনতার অভিযোগ বার বার উঠে এসেছে।অপরদিকে, ব্যারিকেড না থাকায় অনেকেই ব্রিজের ওপর উঠে যাচ্ছিল। ছিল জীবনের ঝুঁকি।আর তারপরেই ব্রিজের ওঠার মুখে ব্যারিকেড লাগালো পূর্ত দপ্তর। যাতে কেউ আর অসম্পূর্ণ ব্রিজের ওপর উঠতে না পারে।অপরদিকে, যাতে দ্রুত রেলের অংশের  কাজ শুরু হয় সেই জন্য আজ দুপুরে ডেবরা বিডিও অফিসে একটি বৈঠক করা হলো। যেখানে রেলের তিনটি বিভাগের তিনজন ইঞ্জিনিয়ার উপস্থিত ছিলেন।রাজ্যের পক্ষ থেকে খড়গপুরের এসডিও দিলীপ মিশ্র,ডেবরার বিডিও দেবাশীস বিশ্বাস ও পূর্ত দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।রেলকে ৩০ সেপ্টেম্বরের সময় বেধে দিল রাজ্য। দ্রুততার সঙ্গে রেলের যে কাজ বাকী আছে তা শুরু হবে এবং কয়েকদিনের মধ্যেই তা সম্পূর্ণ হবে বলে আশাবাদী সবাই।