নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রাইকে নিয়ে চলছে টালমাটাল অবস্থা। আর জি করের ঘটনায় মূল অভিযুক্তের দাবিতে ফের শোরগোল। সূত্র মারফত জানা গিয়েছে যে, শিয়ালদহ আদালত চত্বরে বিস্ফোরক দাবী করেছে আরজি কর কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রাই। তার কথায়, '' আমি নির্দোষ। আমাকে ফাঁসানো হচ্ছে। আমি এত দিন চুপচাপ ছিলাম। আমাকে ডিপার্টমেন্ট চুপ থাকতে বলেছে। আমি কিন্তু রেপ অ্যান্ড মার্ডার করিনি। আমার কথা কেউ শুনছে না। সরকারই আমাকে ফাঁসাচ্ছে। আমায় সব জায়গায় ভয় দেখাচ্ছে। যে তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। আমার ডিপার্টমেন্টও আমায় ভয় দেখিয়েছে। আমি কিন্তু নির্দোষ। '' আদালত সূত্রে খবর, বিচারকের সামনেও সঞ্জয় নিজেকে নির্দোষ দাবি করেছে। যদিও তাতে বিশেষ কিছু লাভ হয়নি।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2024/11/Sanjay-Rai-Sealdha-Court.jpg.webp)
এই নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। এই আবহে সিপিএম তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। তারা এক পোস্টে জানিয়েছে, '' আর জি কর হাসপাতালের ধর্ষণ ও খুনের ঘটনায় সঞ্জয় রাইকে বাঁচিয়ে রাখতে হবে। এর কাছ থেকে অনেক কিছুই জানার আছে। তাছাড়া এরকমই খবর যে, এই সঞ্জয় রাই কোনো Learned Advocateর সাহায্য পায়নি। যদি না পেয়ে থাকে, তাহলে মানবাধিকার লঙ্ঘণ হয়েছে। ''
/anm-bengali/media/media_files/2024/11/07/Y3SDHw85tnemwtlNWaSH.jpeg)
এই পোস্টের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি তার এক্স বার্তায় এক পোস্টে লিখেছেন, '' সিপিএমকে আবার চিনে নিন। আমরা বলছি, সবাই বলছে, ধর্ষণ-খুনের শাস্তি ফাঁসি। আর সিপিএম বলছে, সঞ্জয় রাইকে বাঁচিয়ে রাখতে হবে। মৃত্যুদন্ড চাই না। JUSTICE FOR AVAYA থেকে কমরেডরা কখন যে JUSTICE FOR SANJAY তে ঘুরে গেছে, এইসব পোস্টই তার প্রমাণ। ''
/anm-bengali/media/post_attachments/lingo/styles/medium_crop_simple/public/images/story/202408/whatsapp_image_2024-08-23_at_10.32.49_am.jpeg)