সমবায় সমিতির নির্বাচন ঘিরেও ধুন্ধুমার জেলার একাধিক এলাকায়, চললো তৃণমূল বিজেপি সংঘাত

রামনগর সমিতির ভোটকে কেন্দ্র করে ধুন্ধুমার বেঁধেছে এদিন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
56dryhgg

File Picture

নিজস্ব সংবাদদাতা: সমবায় সমিতির নির্বাচন ঘিরে বেড়েই চলেছে সংঘাত। এবার নন্দীগ্রামে সমবায় নির্বাচনে তৃণমূল ও বিজেপির মধ্যে আঁতাতের অভিযোগ উঠল। আসন নিয়ে দুই দলের সমঝোতা হয়েছে বলে দাবি। নন্দীগ্রামের দীনবন্ধুপুর সমবায় সমিতির নির্বাচন ঘিরে তীব্র শোরগোল।

রাজনৈতিক সংঘাতের এপিক সেন্টার নন্দীগ্রাম। আর সেখানেই কিনা তৃণমূল-বিজেপি সেটিং? এমনই অভিযোগ তুলে সরব হয়েছে সিপিআইএম। নন্দীগ্রামের দীনবন্ধুপুর সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল ও বিজেপি দুই দলের সমর্থিত প্রার্থীরা আসন ভাগাভাগি করে নেওয়ায় সেখানে ভোটই হচ্ছে না বলে দাবি বামেদের। আগামী ৫ জানুয়ারি ওই সমবায় সমিতির প্রতিনিধি নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু সমবায় সমিতির ৫০টি আসনের মধ্যে তৃণমূল ৩২টি আসন এবং বিজেপি ১৮ টিতে মনোনয়ন জমা করেছে। বামেদের দাবি, সমঝোতা করে প্রার্থী দেওয়া হয়েছে তৃণমূল ও বিজেপির তরফে।

56yuhh

ভোটের খরচ বাঁচানোর জন্য স্থানীয় স্তরে সমবায়ীরাই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি দুই দলের। সম্প্রতি তমলুক কৃষি সমবায়ের ভোটের পর সেখানকার তৃণমূল কর্মী বিষ্ণুপদ মণ্ডল খুনের ঘটনায় একাধিক বিজেপি নেতৃত্বের নাম জড়িয়েছে। এই অবস্থায় সেই জায়গাতেই সমবায় নির্বাচনে বিজেপি ও তৃণমূলের এই সেটিং ঘিরে জোরালো জল্পনা শুরু হয়েছে নন্দীগ্রাম জুড়ে।

56opooi

অন্যদিকে, রামনগর সমিতির ভোটকে কেন্দ্র করে ধুন্ধুমার বেঁধেছে এদিন। বিজেপি তৃণমূল হাতাহাতি বাঁধে এদিন। বিজেপি তরফ থেকে ভোট বয়কটের ডাক দেওয়া হয় এবং রাস্তা অবরোধ করা হয়। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে অবরোধ ওঠে।