RG Kar Case: আরজি কর মামলার রায়দান কাল

আরজি কর মামলার রায়দান কাল শুক্রবার। রাজ্যের আবেদনের রায় ঘোষণা। পাশাপাশি সিবিআই (CBI) আবেদনেরও রায় ঘোষণা। রায় ঘোষণা করবেন বিচারপতি দেবাংশু বসাক ও মহমদ শব্বার রোশিদির ডিভিশন বেঞ্চ।

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
5acc3a47302ad.image-1

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: আরজি কর মামলার (RG Kar Case) রায়দান কাল শুক্রবার । রাজ্যের আবেদনের রায় ঘোষণা। পাশাপাশি সিবিআই (CBI) আবেদনেরও রায় ঘোষণা। রায় ঘোষণা করবেন বিচারপতি দেবাংশু বসাক ও মহমদ শব্বার রোশিদির ডিভিশন বেঞ্চ।

 

উল্লেখ্য, এদিন সঞ্জয়ের ফাঁসি চেয়ে করা রাজ্যের আবেদনের রায় ঘোষনা। রাজ্যের আবেদন গ্রহণ না বর্জন, সেই বিষয় রায়দান করবে ডিভিশন বেঞ্চ।