নিজস্ব সংবাদদাতাঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) ১৬৩ তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে দুর্গাপুর তথ্য কেন্দ্র এবং মহকুমা তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের উদ্যোগে দুর্গাপুর (Drugapur) বিধান নগর গভর্নমেন্ট গার্লস হাইস্কুলে কবি প্রণাম অনুষ্ঠান হয় মঙ্গলবার সকালে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা শাসক শ্রী সৌরভ চ্যাটার্জী, দুর্গাপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক সহ তথ্য অধিকর্তা নরেন্দ্রনাথ দত্ত, দুর্গাপুর গভর্নমেন্ট স্পনসরড গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা কুন্তলা পাল, রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করেন মহকুমা শাসক শ্রী সৌরভ চ্যাটার্জী। কবিতা ও নৃত্যের মাধ্যমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্ম জয়ন্তী উদযাপন করা হয়।