Rabindranath Tagore : নাচে-কবিতায় কবি স্মরণ

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) ১৬৩ তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে দুর্গাপুর তথ্য কেন্দ্র এবং মহকুমা তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের উদ্যোগে দুর্গাপুর (Drugapur) বিধান নগর গভর্নমেন্ট গার্লস হাইস্কুলে কবি প্রণাম অনুষ্ঠান হয়।

author-image
Pritam Santra
আপডেট করা হয়েছে
New Update
rabindranath tagore

নিজস্ব সংবাদদাতাঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) ১৬৩ তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে দুর্গাপুর তথ্য কেন্দ্র এবং মহকুমা তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের উদ্যোগে দুর্গাপুর (Drugapur) বিধান নগর গভর্নমেন্ট গার্লস হাইস্কুলে কবি প্রণাম অনুষ্ঠান হয় মঙ্গলবার সকালে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা শাসক শ্রী সৌরভ চ্যাটার্জী, দুর্গাপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক সহ তথ্য অধিকর্তা নরেন্দ্রনাথ দত্ত, দুর্গাপুর গভর্নমেন্ট স্পনসরড গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা কুন্তলা পাল, রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করেন মহকুমা শাসক শ্রী সৌরভ চ্যাটার্জী। কবিতা ও নৃত্যের মাধ্যমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্ম জয়ন্তী উদযাপন করা হয়।