নিজস্ব সংবাদদাতা: রাজনীতি থেকে সাময়িক বিরতি নিয়ে জীবনের এক নতুন অধ্যায়ে পা রাখলেন প্রাক্তন সাংসদ ও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার বিকেল থেকেই রাজ্য রাজনীতির চর্চায় শুধুই এক নাম—দিলীপ ঘোষের বিয়ে।
/anm-bengali/media/media_files/2025/04/18/6zE7ONzZP1gvTnWa5Vo6.jpg)
শুক্রবার নিউ টাউনের আইডিয়াল ভিলায় বসে সেই বহু প্রতীক্ষিত বিয়ের আসর। সকাল থেকেই সেখানে সাজো সাজো পরিবেশ। অতিথিদের আনাগোনা শুরু হয় সকাল থেকেই। একে একে এসে উপস্থিত হন বিজেপির শীর্ষ নেতারা।
/anm-bengali/media/media_files/2025/04/18/u2szzNqmgXSdZFcx07LZ.jpg)
দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় নেতা সুনীল বনশল, মঙ্গল পাণ্ডে, লকেট চট্টোপাধ্যায় ও শমিক ভট্টাচার্য প্রমুখ। অতিথিদের হাতে উপহার তুলে দেওয়া হয়, এবং তার বদলে প্রত্যেকেই পান রিটার্ন গিফট।
/anm-bengali/media/media_files/2025/04/18/KUN91QVJ2GzO9E93c2pl.jpg)
অন্দরমহলে পাওয়া ছবিতে দেখা যায়, অতিথিদের সঙ্গে সৌজন্য বিনিময় করছেন দিলীপ ঘোষের মা পুষ্পলতা ঘোষও। তিনি অতিথিদের হাতে রিটার্ন গিফট তুলে দেন। গোধূলি লগ্নে সম্পন্ন হবে বিবাহ পর্ব।