নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ দীঘার জগন্নাথ মন্দির নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কটাক্ষ, কুৎসা নিয়ে দীঘায় প্রতিবাদ মিছিল করলো তৃণমূল কংগ্রেস। এদিন এই মিছিলে দীঘার সাধারণ মানুষজনের পাশাপাশি, এই মিছিল এ সামিল হন দীঘা'র বড় ও ক্ষুদ্র ব্যবসায়ী সহ টোটো ও অটো রিক্সা চালকরা। পাশাপাশি এদিন দীঘায় জগন্নাথ মন্দির গড়ে তোলার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করা হয় এই মিছিল থেকে।
যুব তৃণমূল নেতা সুপ্রকাশ গিরি'র দাবি, এই জগন্নাথ মন্দির গড়ে ওঠার জন্য যেমন ভ্রমণার্থীদের একটি তীর্থস্থান পাওনা হবে, তেমনি এই মন্দিরকে ঘিরে দীঘা ও পার্শ্ববর্তী অঞ্চল সহ জেলার বহু মানুষের কর্মসংস্থান গড়ে উঠবে। এদিন নিউ দীঘা থেকে ওল্ড দীঘা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পথ জুড়ে হাজার হাজার মানুষের মিছিলেও প্রতিবাদ পথসভা অনুষ্ঠিত হয়। নেতৃত্ব দেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের নেতা তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ জানা, কাঁথি সাংগঠনিক জেলা যুব সভাপতি তথা কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি, জেলা সংখ্যালঘু নেতা আনোয়ার উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘা'য় নির্মিয়মান জগন্নাথ মন্দিরের কাজ খতিয়ে দেখে, ঘোষণা করেন ৩০শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন জাঁকজমকভাবে মন্দির প্রতিষ্ঠা ও উদ্বোধন হবে। মন্দির নির্মাণকারী ঠিকাদার সংস্থা হিটকো রাত-দিন এক করে মন্দিরের শেষ পর্যায়ের কাজ চালিয়ে যাচ্ছে। যার ফলে দীঘা শহর ধীরে ধীরে আরও জমজমাট হতে শুরু করেছে।
২০২৬ সালের বিধানসভা ভোটে শাসক দল এর ফায়দা তুলতে পারে, সেই আশঙ্কা থেকে বিজেপি সহ রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এই মন্দির নির্মাণ নিয়ে সমালোচনার ঝড় তুলছে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। তাই ২০২৬ এর আগে তড়িঘড়ি মন্দির উদ্বোধন নিয়ে সৃষ্টি হয়েছে রাজনৈতিক চাপানোতর, যেমন সমালোচনা তৈরি হয়েছিল রাম মন্দির ঘিরে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার খাসতালুকে এমন সুবিশাল মন্দির নির্মাণ নিয়ে বলেন- " দীঘার জগন্নাথ মন্দির কোন মন্দির নয়, ওইটার নাম হচ্ছে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার সাংস্কৃতিক কেন্দ্র। সরকারি টাকায় কোন মন্দির মসজিদ গির্জা করা যায় না। আপনারা ভুল বোঝাবেন না মানুষকে। পুরীধাম চারধাম এর এক ধাম, পুরী ধামকে নকল করলে মানুষ মেনে নেবে না। দৈত্বাবতীজী-কে নিয়ে আসব দীঘা সহ মেদিনীপুরে ধর্মসভা করে মমতা ব্যানার্জির ভন্ডামীর মুখোশ খুলে দেব। "
শুভেন্দু'র এই মন্তব্য'র প্রতিবাদে দীঘায় মিছিল করে তৃণমূল কংগ্রেস, এই কুৎসা শুভেন্দু অধিকারী অবিলম্বে বন্ধ না করলে বৃহৎ আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তৃণমূল নেতা তরুণ জানা।