নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ মেদিনীপুর জেলা হাসপাতালে জাল স্যালাইন এ প্রসূতি মৃত্যু এবং রাজ্যসরকারের মদতে স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে citu তরফে সি এম ও এইচ দফতরে বিক্ষোভ।
জানা গিয়েছে এদিন নদীয়ার কৃষ্ণনগরে cmoh দপ্তরের সামনে একাধিক দাবি এবং মেদিনীপুর হাসপাতাল কাণ্ড সহ হাসপাতালে থ্রেট কালচার, দুর্নীতি এবং দালাল রাজ বন্ধ করার দাবিতে citu কর্মীসমর্থক রা হাতে প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে বিক্ষোভ দেখান এবং ডেপুটেশন জমা দেন।
তারা জানান যতদিন এই ঘটনা রাজ্য জুড়ে চলবে ততদিন তাঁদের আন্দোলন তারা চালিয়ে যাবেন।