নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার এক ভক্তের আয়োজনে ভগবত গীতা পাঠ করতে রাজ্যে এসেছিলেন স্বামী হিরণময় গোস্বামী মহারাজ। কোচবিহার সফর সেরে শিলিগুড়ি আসার পথে জলপাইগুড়ি জেলার শাউডাঙ্গী এলাকাতে এক দুষ্কৃতী বাইক নিয়ে তার ওপর চড়াও হয়। সজোরে আঘাত করা হয় গাড়ির কাঁচে। পরবর্তীতে সেখান থেকে চালকের তৎপরতাতে রক্ষা পান স্বামী হিরন্ময় গোস্বামী মহারাজ।
বৃহস্পতিবার শিলিগুড়ি ফিরে আসতেই লিখিত অভিযোগ জানান তিনি।পরবর্তীতে শিলিগুড়ি জেলা হাসপাতালে তাকে নিয়ে আসা হয় প্রাথমিক চিকিৎসার জন্য।
স্বামী হিরন্ময় গোস্বামী মহারাজ জানান, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সমান তালে চলছে সেখানে যেমন হিন্দুরা সুরক্ষিত নয় তেমনি এপার বাংলাতেও হিন্দুদের উপর এই ধরনের প্রাণঘাতী আক্রমণ নেমে আসছে। শুধুমাত্র ভয় দেখানোর জন্য নয় যখন তখন তার প্রাণও চলে যেতে পারে আশঙ্কা করছেন তিনি।
কোচবিহার জেলাতেও তাকে বাইক বাহিনী তাড়া করেছিল। কোচবিহারে অনুষ্ঠান শেষে যখন তিনি শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা করছিলেন সেই সময় জলপাইগুড়ি জেলার সাওডাঙ্গিতে তার গাড়ির উপর হামলা চালায় বাইক আরোহী দুষ্কৃতী। তিনি নিজের প্রাণহানির আশঙ্কা করছেন এবং কেন্দ্রীয় সরকারের কাছে আত্মরক্ষীর দাবির জানাবেন বলে জানিয়েছেন তিনি।