নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ পিংলা গ্রামীণ হাসপাতালের বেহাল দশা। হাসপাতাল চত্বরেই ফেলা হয়েছে নোংরা আবর্জনা। মেল ওয়ার্ড থেকে শৌচালয়ের পরিবেশ দেখলে আরো অসুস্থ হয়ে পড়বে রোগী। হাসপাতাল পরিস্কার থাকুক, মানুষ পরিষেবা পাক চাইছেন স্থানীয় মানুষজন ও রোগীর পরিবার। BMOH'কে বারবার যোগাযোগ করা হলেও, এ বিষয়ে তার কাছে কোনো উত্তর মেলেনি। অন্যদিকে, এই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস CMOH এর।
সূত্র মারফত জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা। এই পিংলা বাজারের কাছাকাছি রয়েছে পিংলা গ্রামীণ হাসপাতাল। এক সময় এই হাসপাতাল রমরমিয়ে চলতো। মানুষের ঠাসা ভিড়। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেখানে উলটো ছবি। রোগীদের দেখা নেই। স্থানীয় মানুষজন ও রোগীর পরিবারদের অভিযোগ হাসপাতাল পরিস্কার নেই। চারিদকে নোংরা আবর্জনায় ভর্তি। মেল ওয়ার্ড থেকে শৌচালয় সব জায়গারই পরিস্থিতি খারাপ। কোনো রকম কোনো উদ্যোগ নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। এলাকাবাসীরা চাইছেন হাসপাতাল পরিস্কার করা হোক এবং চিকিৎসা পরিষেবাও ঠিকঠাক করা হোক।
এ বিষয়ে পিংলা গ্রামীণ হাসপাতালের BMOH কে বার বার যোগাযোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কোনো উত্তর দেননি। তবে পশ্চিম মেদিনীপুর জেলার CMOH ড: সৌম শংকর সারেঙ্গী জানান, '' আমি আপনাদের মাধ্যমে বিষয়টি জানলাম। অবশ্যই আমরা বিষয়টি খতিয়ে দেখবো। ''