এলাকায় চলছে পুকুর সংস্কারের কাজ, আর অজান্তেই হয়ে যাচ্ছে ভরাট

এলাকার মানুষ চাঁচলের মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
aweewe

File Picture

নিজস্ব সংবাদদাতা: অদ্ভুত কান্ড! পুকুর সংস্কারের নামে ভরাটের অভিযোগ। মাটি মাফিয়াদের দাপটে চলছে রাতের অন্ধকারে পুকুর পাড় থেকে ট্রলিতে মাটি ভরাটের কাজ। যে কোনো মুহুর্তে জলাশয় ভরাট হয়ে চলে যেতে পারে মাটি মাফিয়াদের দখলে। এই আশঙ্কায় মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের করল এলাকাবাসীর একাংশ। 

চাঁচল সদর এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। চাঁচল সাপ্তাহিক হাটের পাশে শান্তি মোড়ে রয়েছে একটি প্রকাণ্ড জলাশয়। যেটি একসময় ওই এলাকার মানুষের কাছে মাছ চাষ থেকে শুরু করে ব্যবহারের একমাত্র জলাশয় ছিল। যদিও সেটি ব্যক্তি মালিকানাধীন। কিন্তু অভিযোগ সম্প্রতি কয়েকদিন ধরে পুকুরের মালিক পুকুর সংস্কারের নামে রাতের অন্ধকারে ট্রলির পর ট্রলি মাটি পুকুর পাড়ে ফেলছেন। এলাকার মানুষের আশঙ্কা এইভাবে পুকুর ভরাটের চক্রান্ত হচ্ছে। যেটা পরবর্তীতে প্লট করে বিক্রি করে দেওয়া হবে।

asedfgg

এই নিয়ে এলাকার মানুষ চাঁচলের মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও ভূমি সংস্কার দপ্তর সূত্রে খবর, জলাভূমি ভরাট কোনভাবেই মেনে নেওয়া হবে না। সমস্ত কিছু খতিয়ে দেখে ভরাটের কাজ হলে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। এলাকার মানুষের দাবি কোন অবস্থাতেই পুকুর তারা ভরাট হতে দেবেন না। যদি মাটি ফেলা বন্ধ না হয় তবে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন।

arrrryg