নিজস্ব সংবাদদাতা: শিলিগুড়িতে DYFI-এ মিছিলে উত্তেজনা। মিছিল আটকাতে পুলিশের ব্যারিকেড। রাস্তায় বসে বিক্ষোভ DYFI সমর্থকদের। কেলগ কলেজকাণ্ডের মধ্যেই সুর চড়িয়ে শিলিগুড়িতে পথে DYFI। পুলিশের সঙ্গে বচসা DYFI কর্মীদের। পুলিশের বিরুদ্ধে গাড়ি আটকে রাখার অভিযোগ DYFI-র। বেকার বিরোধী দিবসে সিপিএমের যুব সংগঠনের উত্তরকন্যা অভিযানের ডাক । উত্তরকন্যা অভিযানের নেতৃত্বে সংগঠনের রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।
/anm-bengali/media/media_files/05E90XHoBJqHMO8bgE6S.jpg)