'ভগবান নই, আমি মানুষ-ই' প্রথম পডকাস্টে বিস্ফোরক মোদী

'আমি ভগবান নই, মানুষ। ভুল আমারও হয়...।' বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। একসময় তিনিই করেছিলেন, তিনি নাকি ভগবানের অংশ।

author-image
Jaita Chowdhury
New Update
pm modi...

নিজস্ব সংবাদদাতা: 'আমি ভগবান নই, মানুষ। ভুল আমারও হয়...।' বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। একসময় তিনিই করেছিলেন, তিনি নাকি ভগবানের অংশ। পক্ষান্তরে ভগবান। এই কথা শুনে দেশের একাংশ তাঁকে ভগবানের আসনে বসিয়েছিল। সম্প্রতি এক পডকাস্টে এসে তিনি দাবি করলেন, 'তিনি মানুষ, ভগবান নন।' 

এই প্রথম পডকাস্ট রেকর্ড করেছেন নরেন্দ্র মোদী৷ জেরোধার সহ-ফাউন্ডার  নিখিল কামাথের সঙ্গে এই পডকাস্টন প্রকাশিত হবে শুক্রবার। সদ্য প্রকাশ্যে এসেছে পডকাস্টের প্রোমো। ২ মিনিট ১৩ সেকেন্ডের সেই ভিডিও রীতিমতো ভাইরাল নেটদুনিয়ায়। 

প্রোমোতে প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, 'গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন আমি এক সভায় অসংবেদনশীল মন্তব্য করেছিলাম৷ এটা আমার ভুল ছিল৷ আমিও মানুষ, ভগবান নই৷’