নিজস্ব সংবাদদাতা : দুর্নীতি থেকে শিক্ষা নিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে প্রার্থী বাছাইয়ে সাধারণ মানুষের মতামতকেই প্রাধান্য দিচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। নবজোয়ার চলাকালীন তাই দলের তরফে আয়োজন করা হয়েছে গণভোটের। জায়গায় জায়গায় গণভোটের ব্যালটকে ঘিরে বিশৃঙ্খলতার ছবি ধরা পড়েছে পূর্বেই। কাঁথিতেও শেষ দিনের জনসংযোগে দেখা গেল একই ছবি। যার জেরে ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়।চণ্ডীপুরের চণ্ডীপুর ময়দানে অধিবেশনে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের প্রার্থী বাছাইয়ের জন্য ভোটগ্রহন প্রক্রিয়া হয়। কাঁথি সাংগঠনিক জেলার সমস্ত গ্রাম পঞ্চায়েতের নির্বাচন হলেও চণ্ডীপুর ব্লকের ১০ টি গ্রাম পঞ্চায়েতে ভোট নেওয়া হয়নি। রাতারাতি ব্লক সভাপতি পদে রদবদল হয়েছে। ভোটদান করতে পারেননি চণ্ডীপুরের নেতারা। যা নিয়ে চূড়ান্ত অব্যবস্থা ধরা পড়েছে। তবে যে জায়গাগুলিতে ভোটগ্রহণ সম্ভব হয়নি সেখানে আগামীতে ভোট হবে বলেই জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।