বড়দিনে জমজমাট চন্দ্রকোনার চন্দ্রকেতু পার্ক! কড়া পুলিশি নজরদারি

পর্যটকদের ভিড় নিয়ে কেমন আশা পার্ক কর্তৃপক্ষের?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2024-12-25 at 1.53.41 PM

নিজস্ব প্রতিনিধি, চন্দ্রকোনা: বড়দিনে জমজমাট চন্দ্রকোনার চন্দ্রকেতু পার্ক।সকাল থেকে যতো বেলা গড়াচ্ছে ততো ভিড় বাড়ছে পর্যটকদের। সকাল সকাল পরিবার পরিজনদের নিয়ে পার্কে চড়ুইভাতির জন্য ভিড় জমিয়েছে পর্যটকরা। একদিকে রান্নার আয়োজন চলছে অপরদিকে পার্ক ঘুরে বড়দিনের আমেজ নিচ্ছে কচিকাঁচা থেকে বড়রা। দুপুরে জমিয়ে খাওয়া দাওয়ার পর পর্যটকের ভিড় আরও বাড়বে পার্কে এমনটাই মনে করছেন পার্ক কর্তৃপক্ষ।   

পার্কের ভিতরে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সকাল থেকে পার্কে মোতায়েন রয়েছে চন্দ্রকোনা থানার পুলিশ। পার্কের ভিতরে টহল দিচ্ছে পুলিশ আধিকারিক ও কর্মীরা।