অন্য রূপে পুলিশ সুপার!

জেলা পুলিশ সুপারের এমন রূপ দেখে অনুষ্ঠানে উপস্থিত অনেকেই হতবাক হয়েছিলেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
55sefjj

File Picture

নিজস্ব সংবাদদাতা: এবার অন্য রূপে জেলা পুলিশ সুপার। সাহিত্য ও সংস্কৃতি মঞ্চে উপস্থিত হলেন কবির পোশাকে। মঞ্চে বক্তব্য রাখলেন "পাঠকের মন" নিয়ে। শনিবার এমনই দৃশ্য দেখা গেল মেদিনীপুরের তরুণ কবিদের আয়োজিত মেদিনীপুর কলেজের লিটারারি মিট এর অনুষ্ঠানে। যেখানে উপস্থিত ছিলেন বিখ্যাত অভিনেতা, নাট্যকার গৌতম হালদার। সেই মঞ্চেই উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। 

জেলা পুলিশ সুপারের এরূপ দেখে অনুষ্ঠানে উপস্থিত অনেকেই হতবাক হয়েছিলেন। তবে তাঁর বক্তব্যে অনেকেই মনোমুগ্ধ হয়েছেন। এদিনের মঞ্চে জেলা পুলিশ সুপার মূলত "পাঠকের মন" নিয়ে বক্তব্য রাখেন। যেখানে তিনি তুলে ধরেন বই পড়া, বই বোঝা, বইয়ের তাৎপর্য ইত্যাদি। 

55fthhjk

প্রসঙ্গত, সারা রাজ্যের মধ্যে কলকাতা বাদে একমাত্র পশ্চিম মেদিনীপুরেই আয়োজিত হয় এই লিটারারি মিট। যেখানে বিভিন্ন জেলা থেকে কবি, সাহিত্যিক, শিল্পী, নাট্যকার সহ সংস্কৃতিপ্রেমী মানুষেরা উপস্থিত হন।