নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান: পঞ্চায়েতের বসানো সৌরশক্তি চালিত ট্যাঙ্ক ফেটে রাস্তায় পড়ছে জল। আবার সব সময়ই দেওয়া রয়েছে সুইচ। ফলে ফাটা অংশ আর ওভারফ্লো পাইপ দিয়ে অনবরত বেরিয়ে যাচ্ছে জল। কাঁকসার মলমদিঘী গ্রাম পঞ্চায়েতের আকন্দারার গুরুত্বপূর্ণ রাস্তায় এই জল পড়ার ফলে সমস্যার মুখে পথচারীরা। কয়েক সপ্তাহ ধরে এই অবস্থায় থাকার পরেও পঞ্চায়েতের কোন হেলদোল নেই বলে অভিযোগ স্থানীয়দের l
স্থানীয় বাসিন্দা শ্রাবণী বাউরির অভিযোগ," ১৫ দিন হয়ে গেল এই জলের ট্যাঙ্ক ফেটেছে। আমরা অনেককেই বলেছি তারপরেও ফেটে যাওয়ার ট্যাঙ্ক ঠিক করা হয়নি। ফলে সব জলই বেরিয়ে যাচ্ছে। সৌরশক্তি চালিত পাম্প হওয়ায় সন্ধ্যার পর ট্যাঙ্ক পুরো ফাঁকাই হয়ে যাচ্ছে। দ্রুত ট্যাঙ্ক মেরামতের ব্যবস্থা করুক পঞ্চায়েত। "
যদিও এ বিষয় নিয়ে মলানদিঘী গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা কিছু বলতে চাইনি। যদিও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন," আমরা পঞ্চায়েতের সাথে কথা বলে দ্রুত ওই ট্যাঙ্ক মেরামতের ব্যবস্থা করব। সাধারণ মানুষের যাতে সমস্যা না হয় সেদিকেও ব্যবস্থা গ্রহণ করা হবে। "