নিজস্ব সংবাদদাতা : চাকা ফেটে উল্টে গেল চার চাকার গাড়ি। গুরুতর জখম চার। ১৯ নম্বর জাতীয় সড়কে ব্যাহত যান চলাচল। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বেলা ১১:৩০ টা নাগাদ একটি চার চাকার গাড়ি আসানসোল দিক থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। তখনই অন্ডালের ভাদুর মোড়ের ১৯ নম্বর জাতীয় সড়কে গাড়িটির চাকা ফেটে যায়। তারপরেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি।
স্থানীয়রা তড়িঘড়ি যাত্রীদের উদ্ধার করে। খবর দেওয়া হয় অন্ডাল থানার পুলিশকে। পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে অন্ডালের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ব্যাহত হয় যানচলাচল। পুলিশের তৎপরতায় জাতীয় সড়ক থেকে গাড়িটিকে সরানো হলে স্বাভাবিক হয় পরিস্থিতি। স্থানীয় এক বাসিন্দা বলেন,"ঝাঁজরা খনিতে যাওয়ার কথা ছিল। তখনই জাতীয় সড়কে এই ঘটনাটি ঘটে। ৪জন ছিল। গাড়ি উল্টে যাওয়ায় ৪জনই আহত হয়েছে। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।"