নিজস্ব সংবাদদাতাঃ জম্মু ও কাশ্মীরের দ্বিতীয় দফার নির্বাচন নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে বলেন, "এটা খুব ভাল লক্ষণ যে মানুষ বিপুল সংখ্যায় ভোট দিতে আসছেন। প্রধানমন্ত্রী মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের প্রচেষ্টায় জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ হ্রাস পেয়েছে বলে বিজেপি এই নির্বাচনে বিজয়ী হবে। জম্মু-কাশ্মীর উন্নয়নের দিকে এগোচ্ছে।"
প্রসঙ্গত, সরগরম উপত্যকায় আজ বড় পরীক্ষা। জম্মু-কাশ্মীরে আজ দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচন চলছে। মোট ৬টি জেলায় ২৬টি আসনে নির্বাচন হবে। সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধে ৬টা পর্যন্ত। দ্বিতীয় দফার নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে কারণ আজ রিয়াসি, রাজৌরি, পুঞ্চ, বাদগাম, শ্রীনগরের মতো কেন্দ্রে ভোটগ্রহণ হবে যেখানে বিগত ৩ বছরে একাধিক সন্ত্রাসবাদী হামলা হয়েছে। ভোট চলাকালীন যাতে কোনও অনভিপ্রেত ঘটনা না ঘটে, তার জন্য়ই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে জম্মু ও কাশ্মীর।
উল্লেখ্য, দ্বিতীয় দফার ভোটে মোট ২৩৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। এর মধ্যে অন্যতম হলেন ন্যাশনাল কনফারেন্স পার্টির সহ সভাপতি ওমর আবদুল্লাহ। প্রাথমিকভাবে ভোটে দাঁড়াবেন না বললেও, তিনি একসঙ্গে গান্দেরওয়াল ও বাদগাম আসন থেকে লড়ছেন।