BREAKING NEWS: আজ সকালেই জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন যান সন্দেশখালিতে। সেখানে গিয়ে তিনি সকল নির্যাতিতা মহিলার অভিযোগ শোনেন। তিনি আরও জানান যে মুখ্য সচিবের সাথে বৈঠক করবেন তিনি।
এই মুহূর্তে, সন্দেশখালি পরিদর্শনের পর জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা বলেন, "মুখ্যমন্ত্রীর এই মুহূর্তে পদত্যাগ করা উচিত। মুখ্যমন্ত্রীর পদ ছাড়া সাধারণ মহিলা হিসেবে তিনি এখানে আসুন। তবে মহিলাদের যন্ত্রনাটা বুঝতে পারবেন।"
তিনি আরও বলেন, "অত্যাচারের পর গান পয়েন্টে রেখে হুমকি দেওয়া হতো মহিলাদের।" এছাড়াও পুলিশি বাধার অভিযোগ এনেছেন রেখা শর্মা।
/anm-bengali/media/post_attachments/b67ddab5d9d92b37e4aee39f3ed27010fa56ac1e761cde5eaeb761983532d833.jpeg)
/anm-bengali/media/post_attachments/3e04e6e64cbf170f76af9e2ad5357fbe373f978b1ab7470fdbd48f74712c5708.jpeg)
/anm-bengali/media/post_attachments/ebfdfddaa543902e5488d7a4cf8c9cddac0a299a83b73f0d1b87431ef0cc7750.jpeg)
/anm-bengali/media/post_attachments/44da069def27bab0568e04ed9b09c1c14cc252b5d654f877cbcd977d125500b8.jpeg)