নিজস্ব সংবাদদাতা, বীরভূমঃ শুক্লা চতুর্দশীর দিন তারা মায়ের আবির্ভাব দিবস। এদিন বীরভূমের তারাপীঠে মা তারাকে ভোর ৩টের সময় গর্ভগৃহ থেকে বের করে বিরামখানায় নিয়ে আসা হয়। সেখানে মঙ্গল আরতির মধ্য দিয়ে মায়ের পুজো শুরু হয়।
কথিত আছে শারদীয়ার শুক্ল চর্তুদশীতেই বশিষ্ঠ মুনি সাধনার মাধ্যমে মা তারাকে স্বপ্নে দেখতে পান। সেই স্বপ্নে দেখা মূর্তি দীর্ঘকাল মাটির নিচে চাপা ছিল। পরে বনিক জয়দত্ত সওদাগর সেই মূর্তি তুলে মা তারাকে মূল মন্দিরে প্রতিষ্ঠা করেন। তাই এই দিনটিকেই মায়ের আর্বিভাব দিবস হিসাবে ধরে নেওয়া হয়েছে। প্রাচীন সেই রীতি মেনে আজও মা তারাকে মূল মন্দিরের বাইরে বিশ্রামখানায় এনে পুজো করা হয় সারাদিন।