নিজস্ব সংবাদদাতা, ডেবরাঃ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের কাঁসাই নদীর উত্তরের চারটি গ্রাম পঞ্চায়েত এখনও জলমগ্ন। বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সামনে আর মাত্র তিন দিন পরেই দুর্গাপুজো। এই সময়ে অনেক মানুষ অনেক কিছু হারিয়েছেন। এই উৎসবের দিনে তাদের হাতে আর কিছুই নেই।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই সমস্ত বন্যা দুর্গতদের হাতে পোশাক তুলে দেওয়া হলো ডেবরা প্রশাসনের পক্ষ থেকে। আজ ডেবরা ব্লকের গোলগ্রাম হাইস্কুলে প্রায় ৫০০ মহিলাকে শাড়ী, বয়স্কদের ধুতি এবং লুঙ্গি তুলে দেওয়া হয়। বাচ্চাদের পোশাক দেওয়ার পাশাপাশি ত্রিপল, বিস্কুট ও জলের বোতল দেওয়া হয়।
এদিন এই কর্মসুচীতে উপস্থিত ছিলেন ডেবরা বিধানসভার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর, খড়্গপুরের মহকুমাশাসক পাতিল যোগেশ অশোক রাও, ডেবরা বিডিও প্রিয়ব্রত রাড়ী, ডেবরা পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল চন্দ্র মন্ডল,সহ সভাপতি প্রদীপ করসহ অনান্যরা।