নিজস্ব সংবাদদাতা: সোমবার বাদুরিয়া থানা এলাকায় ইছামতীর তীর থেকে নবম শ্রেণির এক ছাত্রীর পচাগলা দেহ উদ্ধার হয়েছে। অভিযোগ, ওই নাবালিকাকে রাস্তা থেকে তুলে অপহরণ করা হয়। তারপর ধর্ষণ করে খুন করা হয়। পরে ইছামতীর তীরে পুঁতে দেওয়া হয়। এক মাস ওই নাবালিকা নিখোঁজ ছিলেন। অন্যদিকে, কুলতলি থানা এলাকায় এক নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে তারই সৎবাবার বিরুদ্ধে। কাউকে সে কথা বললে খুন করে দেওয়া হবে বলেও নাবালিকাকে হুমকি দেন সৎবাবা।
/anm-bengali/media/media_files/9laMBY2QTHXft9w3AoRh.png)
জানা গিয়েছে, চার বছর আগে নাবালিকার বাবা মারা যান। সেই সময় নাবালিকার মা এলাকার এক বাসিন্দাকে বিয়ে করেন। বিয়ে করার পর থেকে নাবালিকার ওপর অত্যাচার শুরু হয়। কাউকে বললে খুন করে দেওয়া হবে বলেও নাবালিকাকে তার সৎবাবা হুমকি দেন। কিন্তু নাবালিকা অত্যাচার সহ্য করতে না পেরে তার মায়ের দ্বারস্থ হয়। মাকে সমস্ত কথা বলে। নাবালিকার মা কুলতলি থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ করে। অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।