নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলায় জল স্বপ্ন প্রকল্পের সামগ্রিক অবস্থা ও উন্নয়ন খতিয়ে দেখলেন মাননীয় মন্ত্রী, জলসম্পদ উন্নয়ন ও অনুসন্ধান এবং সেচ ও জলপথ, পশ্চিমবঙ্গ সরকার। এদিন এ ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে মাননীয় মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি, জেলা শাসক, পশ্চিম মেদিনীপুর, জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ, আতিরিক্ত জেলা শাসকগণ, পি এইচ ই দপ্তরের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ অন্যান্য দপ্তরের আধিকারিকবৃন্দ।
১) ২০২১ সালে জলস্বপ্ন প্রকল্পের আওতায় ছিলেন জেলার ৬ শতাংশ মানুষ যা ২০২৪ - এ বেড়ে হয়েছে ৪৩ শতাংশ।
২) প্রকল্পের কাজ সম্পূর্ণ এবং সুস্থভাবে রূপায়ণের জন্য সমস্ত জমির চিহ্নিত করে হস্তান্তর করা হয়েছে।
৩) দেখা গেছে কয়েকটি এজেন্সির পারফরম্যান্স বেশ ভালো। কিন্তু সে সমন্ত এজেন্সির পারফরম্যান্স কম তাদের সতর্ক করার পাশাপাশি কাজের গতি বাড়ানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
৪) ট্যাপ সংযোগের অবস্থা ১০০০০ থেকে বর্তমানে ২০২৪ সালে ৩.৯৭ লক্ষে উন্নীত হয়েছে। উল্লেখযোগ্যভাবে বেড়েছে পাম্প হাউসের সংখ্যাও। ২০২১ সালে পাম্প হাউসের সংখ্যা ছিল ১০ টি যা বর্তমানে ২০২৪ সালে ৩৮৫ তে এসে দাঁড়িয়েছে। বাড়ি বাড়ি জল সরবরাহের জন্য পাইপলাইন করা হয়েছে। যা ২০২১ সালে ছিল ৬৮০ কিলো মিটার বর্তমানে ২০২৪ সালে তা ১১৪০০ কিলো মিটারে দাঁড়িয়েছে।
মাননীয় মন্ত্রী কড়া নির্দেশ দিয়েছেন আগামী ৩ মাসের মধ্যে ১০০ শতাংশ পাম্প হাউসের কাজ শেষ করতে হবে। অবৈধ ট্যাপ কানেকশন আটকাতে কড়া ব্যাবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এর পাশাপাশি পঞ্চায়েত ও জেলা পরিষদের সমস্ত প্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন জেলার ২১টি ব্লকে নিয়মিত ফিল্ড ভিসিট করে কাজের মান এবং গতি খতিয়ে দেখার । এব্যাপারে প্রতিমাসে পর্যালোচনা বৈঠক করারও নির্দেশ দিয়েছেন তিনি। সবং ব্লকে এই প্রকল্পের কাজ ইতিমধ্যেই ৮৩ শতাংশ সম্পূর্ণ হয়ে গিয়েছে যা রাজ্যের মধ্যে উপরের সারিতে রয়েছে। আগামী দিনে পথ নাটিকা, দেওয়াল লিখন, প্রবন্ধ প্রতিযোগিতার মাধ্যমে তার আই ই সি ক্যাম্পেইন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।