নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুরে এসে কেন্দ্র ও রাজ্য সরকারকে একযোগে আক্রমণ করলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। তিনি বলেন, "দীর্ঘ ২ বছরের উপর ১০০ দিনের কাজ না পেয়ে বাংলার শ্রমিকরা পরিযায়ী হয়ে বাইরের রাজ্যে যাচ্ছে। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুজনে মিলে তামাশা দেখছে সঙ্গে রাজনীতি করছে। শ্রমজীবী মানুষের হাতে টাকা কমে যাওয়ায় আয় কম হচ্ছে ব্যয় বেশি হচ্ছে। পরিযায়ী শ্রমিকদের সংখ্যা বৃদ্ধি হচ্ছে। গ্রামে গ্রামে মহিলাদের উপর অত্যাচার বাড়ছে। পশ্চিম মেদিনীপুর জেলার কৃষকরা আলুর দাম সঠিক পাচ্ছে না। গরিব মানুষের অধিকার খর্ব হচ্ছে বর্তমান সরকারের আমলে। তাই শ্রমিক কৃষকদেরকে সঙ্গে নিয়েই আমরা আন্দোলনে নামছি। পশ্চিম মেদিনীপুর জেলায় আদিবাসী মহিলাকে যেভাবে নির্যাতন করল ধর্ষণ করল আপনারা দেখেছেন। একজন সিভিক পুলিশ এই ধরনের কাজ করছে পুলিশের যেটা স্টেপ নেওয়ার এখনও নিচ্ছে না। আমাদের ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রতিবাদ করেছি আমরা। এখন লুটেরাদের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের সংগ্রাম শুরু করতে হবে। কেন্দ্র-রাজ্য অর্থাৎ তৃণমূল বিজেপি মানুষের হাতে ১০০ দিনের কাজের টাকা না দিয়ে, চাকরির ব্যবস্থা না করে, মন্দির মসজিদ নিয়ে মেতে উঠেছে। আমরা আগামী দিনে এদের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে সামিল হব"।
/anm-bengali/media/media_files/2025/03/18/YP4hlxX3YSGaH2lIIQ6X.PNG)