ঢোলাহাটের ঘটনায় বিস্ফোরক দাবি এলাকাবাসীর

'পুলিশ থেকে বিধায়ক, পঞ্চায়েত সবাই সব জানত', ঢোলাহাটের ঘটনায় দাবি করছে এলাকাবাসীর। পাল্টা দাবি পাথরপ্রতিমার তৃণমূল বিধায়কের। লাইসেন্স ছিল দোকানের। 

author-image
Jaita Chowdhury
New Update
Fire

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: ঢোলাহাটে বাড়িতে মজুত বাজিতে বিস্ফোরণ। ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮। লাইসেন্স ছাড়াই চলছিল বেআইনি বাজির কারবার। ঘটনাস্থলে মজুত বাজির স্তূপ ! সোমবার রাতের ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের ৩ শিশু-সহ ৮ জনের। মৃতদের মধ্যে রয়েছে ৬ মাসের দুই শিশু, ৬ বছরের শিশুকন্যা, ৯ বছরের নাবালক, ৮০ বছর বয়সী বৃদ্ধা।

স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, প্রায় ১০ বছর ধরে বাড়ির মধ্যে বেআইনিভাবে চলছিল কারখানা। পুলিশ থেকে বিধায়ক, পঞ্চায়েত সকলেই ঘটনার বিষয়ে অবগত ছিল দাবি এলাকাবাসীর। লাইসেন্স থাকার পাল্টা দাবি করেন পাথরপ্রতিমার তৃণমূল বিধায়ক। ঘটনার পর বেপাত্তা ধৃত বাজি ব্যবসায়ী। জানা গিয়েছে, বাড়ির মালিক ছিলেন চন্দ্রকান্ত বণিক। চন্দ্রকান্ত ও তুষার বণিক দুই ভাই-সহ ৮ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ । খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে তাঁর বিরুদ্ধে। 

Fire