নিজস্ব সংবাদদাতা: জীবিত বাবা, জেঠু এবং কাকাকে মৃত দেখিয়ে দেড় বিঘা জমির মালিকানা নিজের নামে করে নেওয়ার চেষ্টা! মোটা টাকার বিনিময়ে এমনই কাজ করল গুণধর সন্তান। মোটা টাকার বিনিময়ে ডেথ সার্টিফিকেট ইস্যু করে সমস্ত জমি নিজের কবজা করবার চেষ্টা গুণধর ছেলের। সেই সার্টিফিকেটের স্বাক্ষর করেছেন আবার তৃণমূলের পঞ্চায়েত সদস্য।
গুণধর ছেলের এই কীর্তি সামনে আসতেই রীতিমত অবাক বাবা, জেঠু এবং কাকা। বিজেপি কংগ্রেস এবং সিপিআইএম মহাজোট পরিচালিত প্রধানকে ভুল বুঝিয়ে সই করানো হয়েছে বলে অভিযোগ। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।
তৃণমূলের পঞ্চায়েত সদস্যা মোটা অংকের টাকা বিনিময় এই জালিয়াতি করতে সহায়তা করেছিল বলে দাবি বিরোধীদের। গোটা ঘটনায় জোর চর্চা শুরু হয়েছে। জেলা প্রশাসনের লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূমি এবং ভূমি সংস্কার আধিকারীক।
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকার বাসিন্দা পীযূষ কান্তি রায়, তুষার কান্তি এবং শিশির কান্তি রায় তিনজনেই সম্পর্কে দাদা ভাই। তারা প্রত্যেকেই বেঁচে রয়েছে। তাদের মালিকানায় রয়েছে দেড় বিঘা জমি। সেই জমির দিকেই নজর ছিল অভিযুক্তের। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।