গরমের পারদ বাড়ছে : কলকাতায় তাপদাহের সতর্কতা! জানুন

দক্ষিণবঙ্গে তাপদাহ বাড়ছে। কলকাতা সহ একাধিক জেলায় গরম অনুভূত হচ্ছে, তাপমাত্রা ৩৮°C পর্যন্ত পৌঁছাতে পারে। আবহাওয়া সতর্কতা পড়ুন।

author-image
Debapriya Sarkar
New Update
weather jela.jpg

নিজস্ব সংবাদদাতা : দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন শুরু হয়েছে। ক্রমশ বাড়ছে তাপমাত্রা। কলকাতা সহ একাধিক জেলায় গরম অনুভূত হচ্ছে, যদিও রাতের দিকে কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া বজায় থাকছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের মধ্যেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

weather imd.jpg

আজ, ১২ মার্চ, বুধবার, আবহাওয়া পরিষ্কার থাকতে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দিনের তাপমাত্রা ২৬°C থাকবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২২°C এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৮°C পর্যন্ত পৌঁছাতে পারে। সূর্যোদয় হবে সকাল ০৫:৪৮ টায় এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৫:৪৪ টায়। আর্দ্রতার পরিমাণ থাকবে ২৮%।

kol weather.jpg

আবহাওয়াবিদরা এমন তাপদাহের মধ্যে প্রত্যেককে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন, বিশেষ করে তাদের, যাদের কাজের জন্য প্রতিদিন বাইরে বেরোতে হয়। বাইরে বের হলে হালকা পোশাক পরা এবং প্রচুর জল পান করার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া জনিত আরো খবর জানতে ক্লিক করুন