নিজস্ব প্রতিনিধি: খড়গপুর টাউন থানার আইসি রাজীব পালকে ক্লোজ করল রাজ্য পুলিশ। শনিবার এই নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপারকে। অবিলম্বে আইসি রাজীব পালকে ভবানীভবনে রিপোর্ট করতে বলা হয়েছে ।
/anm-bengali/media/media_files/2025/03/09/SiLoq6Pgfb9oIHW8LkFn.png)
আইসি রাজীব পালকে রাজ্য পুলিশের সদর দপ্তর ভবানীভবনে ক্লোজড করা হয়েছে। ঠিক কি কারণে আইসি রাজীব পালকে ক্লোজ করা হলো সেই বিষয়ে জানা যায়নি।। ওয়াকিবহাল মহল সূত্রে জানা গিয়েছে, আইসিকে ক্লোজড করার পিছনে একাধিক কারণ থাকতে পারে।