নিজস্ব সংবাদাতা: গভীর রাতে কল্যাণীর মেলায় ভয়াবহ দুর্ঘটনা (Kalyani Incident)। সিলিন্ডার ফেটে মৃত্যু এক তরুণীর। গুরুতর আহত ৩। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘোড়াঘাটা স্কুলের মাঠে চলছিল মিলনমেলা। শনিবার রাত বারোটা নাগাদ বিস্ফোরণটি ঘটে। মৃত তরুনীর নাম মুসকান মন্ডল (২৪)।
জানা গিয়েছে, স্কুলের কাছে একটি ক্লাবের পাশে গ্যাস বেলুনের পসরা সাজিয়ে বসেছিলেন এক বিক্রেতা। গভীর রাতে গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে গুরুতর জখম হয় চারজন।
আহতদের উদ্ধার করে তড়িঘড়ি কল্যাণী জেএনএম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই ২৪ বছর বয়সী তরুণীকে মৃত বলে ঘোষণা করা হয়। আহত তিনজনের মধ্যে রয়েছেন বেলুন বিক্রেতাও। ঘটনায় শোকের ছায়া এলাকায়। তদন্ত করছে কল্যাণী পুলিশ।