কালী ঠাকুরের হাতে সন্দীপ ঘোষের মুণ্ডু! অভিনব প্রতিবাদ ধরা পড়লো পুজোতে

সমাজের অবক্ষয় ফুটিয়ে তুলেছেন নিজেদের কর্ম ক্ষমতার মাধ্যমে। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Kali puja

File Picture

নিজস্ব সংবাদদাতা: দুর্গা পূজার মতন কালীপুজোতেও অভয়ার প্রভাব। মাস কয়েক আগে কলকাতার আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া সেই নারকীয় ঘটনার প্রতিবাদ উৎসবের মধ্যেও চালিয়েছেন আম বাঙালি। সমাজের অবক্ষয় ফুটিয়ে তুলেছেন নিজেদের কর্ম ক্ষমতার মাধ্যমে। 

দুর্গাপুজোয় মুর্শিদাবাদ জেলার বহরমপুরে একটি পুজো মণ্ডপে অসুরের মুখের আদল নিয়ে শুরু হয়ে যায় নানান কানাঘুষ। অনেকেই বলেন অসুরের মুখের সাথে নাকি মিল ছিল আর জি কর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ তথা দুর্নীতি এবং ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত সন্দীপ ঘোষের। যদিও পুজো কমিটি সেই দাবী মানতে নারাজ ছিল। 

kalipujo

এবার কালী ঠাকুরের হাতে সন্দীপের মুণ্ডু। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার চন্দ্রকোনা রোডে রেনেসা পুজো কমিটির উদ্যোগে করা হয়েছে কালীপুজো। এই বছর তাদের থিম কোন রকম রাখঢাক না করেই সকলের সামনে তুলে ধরেছেন তারা। তাদের থিম জাস্টিস ফর আর জি কর। শ্যামা মায়ের পূজোতে উঠেছে বিচারের দাবি। 

আর জি কর হাসপাতালের আদলে তৈরি করা হয়েছে তাদের মন্ডপ। প্রতিমার সঙ্গেই রয়েছে সন্দীপ ঘোষের মূর্তি। মা কালী সন্দীপ ঘোষের চুলের মুঠি ধরে রেখেছেন। এছাড়া আশেপাশে রয়েছেন ডাক্তার নার্সরা। দেবীর এই মূর্তি তৈরি করেছেন মথুরাপুরের এক মৃৎশিল্পী। 

গোটা দেশে সাড়া ফেলে দিয়েছে বাংলার এই ঘটনা। বিচার চাইছেন মা-বোনেরা। সেই আবহে দেবী যেন সাক্ষাৎ মাতৃমূর্তি রূপ ধরে এসেছেন এই মন্ডপে। প্রতিমা দর্শন করতে প্রতিদিন শত শত মানুষ ছুটে আসছেন দূর দূরান্ত থেকে। সেই সঙ্গে বিচারের দাবিতে স্লোগান তুলছেন তারাও।