ডানার পরোক্ষ প্রভাবে আতঙ্কিত জলপাইগুড়ি! মনে পড়ছে সেই টর্নেডোর কথা

সেই সঙ্গে আবার দোসর হয়েছে ঝোড়ো হাওয়া।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
dxsadsa

File Picture

নিজস্ব সংবাদদাতা: আবহাওয়া দপ্তর আগেই জানিয়ে দেয় ঘূর্ণিঝড় ডানার তেমন প্রভাব পড়বে না উত্তরে। বরাবর যে কোন ঘূর্ণিঝড় সৃষ্টি হলেই তার প্রভাব পড়ে দক্ষিণের বিভিন্ন জেলায়। বিশেষত উপকূল তীরবর্তী এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এলাকা গুলিতেই এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ে সবচেয়ে বেশি। এতদ কালের আইলা, যশ, আমফানের মতন ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়েছিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল পূর্ব-পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলী! 

যে সময় দক্ষিনে বিপর্যয়ের কালো মেঘ ঠিক তখন উত্তরে আবহাওয়ার নানান দোলাচলতা দেখা গিয়েছে। ঘূর্ণিঝড় দানার ছোঁয়া এবার পড়লো উত্তরেও। দক্ষিণবঙ্গকে তছনছ করে চলা ঘূর্ণিঝড় ডানার প্রভাব পড়েছে উত্তরের বেশ কয়েকটি জেলায়। তার মধ্যে রয়েছে সমতলের জলপাইগুড়ি। 

বিশেষ করে জলপাইগুড়ি এবং ডুয়ার্স অঞ্চলে সকাল থেকেই আকাশ মেঘলা। রোদের দেখা তেমন নেই বললেই চলে। শীতের আমেজ চলে আসলেও মেঘলা আকাশে বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে জলপাইগুড়িতে। সেই সঙ্গে আবার দোসর হয়েছে ঝোড়ো হাওয়া। একদিকে যেখানে পর্যটকরা আবহাওয়া উপভোগ করছেন ঠিক সেই সময়েই ফিরে আসছেন মিনি টর্নেডোর স্মৃতি। 

ময়নাগুড়িতে বেশ কয়েক মাস আগেই ঘটে গিয়েছিল মিনি টর্নেডো। তারপরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই ঘটনার আতঙ্ক নিয়েই এবার উত্তরবঙ্গবাসীর মনে ধরেছে ভয়। আবহাওয়ার পরিবর্তন নিয়ে কিছুটা উদ্বিগ্ন রয়েছেন জলপাইগুড়ির সাধারণ মানুষ। যদিও আবহাওয়া দপ্তরের সংকেত মত উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় হালকা বৃষ্টি হলেও ডানার কোনো প্রভাব পড়বে না উত্তরের জেলা গুলিতে।