নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ অতি সতর্কতা ও সাবধানতার সাথে নিষ্ক্রিয় করা হলো বাজার থেকে বাজেয়াপ্ত করা অবৈধ বাজি দাসপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। জানা যায় আজ মঙ্গলবার দাসপুরের লালদা এলাকায় একটি নির্জন স্থানে এদিন কলকাতা থেকে আগত বোম স্কোয়াড অতি সাবধানতার সাথে বোমগুলিকে নিষ্ক্রিয় করে।
সূত্র মারফত জানা যায় যে, এদিন এই বোম নিষ্ক্রিয় অপারেশনে উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিকসহ দাসপুর থানার ভারপ্রাপ্ত ওসি অঞ্জনী তিওয়ারি সঙ্গে দাসপুর থানার আরো অন্যান্য পুলিশ আধিকারিক এবং কর্মীরা। সেই সঙ্গে উপস্থিত ছিলেন ঘাটাল দমকল বিভাগের একটি ইঞ্জিন সহ দমকলের কর্মীরা সাথে মেডিকেল টিম। এদিন ঠিক দুপুর ২টা নাগাদ প্রায় আধঘন্টার প্রচেষ্টায় মাটির গর্ত খুঁড়ে সেখানে বাজে গুলি নিষ্ক্রিয় করা হয়।