থমথমে সুতি ও সামসেরগঞ্জ— চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পোড়া বাইক-গাড়ি, দেখুন ছবি
প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ! পশ্চিম মেদিনীপুরে শূন্যপদ প্রায় ২৫০০
BREAKING : মাসির বাড়ি থেকে ফেরার পথে সুতিতে গুলিবিদ্ধ কিশোর!
হিমাংশু শেখর উপাধ্যায় কি বলেছেন?
মহারাষ্ট্রের মন্ত্রী ও মুম্বাই বিজেপির সভাপতি আশিস শেলার বড় বার্তা দিয়েছেন
‘অনর্থক যুদ্ধ’— চীনা যোদ্ধা রাশিয়ার পক্ষে? জেলেনস্কির বিস্ফোরক দাবি
পশ্চিমবঙ্গ সরকার এই নৈরাজ্য বন্ধ করতে অক্ষম বা অনিচ্ছুক- মমতার বিরুদ্ধে ফের বিস্ফরোক মন্তব্য
চৈত্রের ঝড়ে তছনছ বাংলা! কালবৈশাখীর দাপটে কাঁপছে দক্ষিণবঙ্গ, কমলা সতর্কতা জারি
চৈত্রের শেষে বসন্তের আমেজ, ১৭ ডিগ্রিতে নামবে তাপমাত্রা— বড় রিপোর্ট এলো আবহাওয়ার

বেআইনি ভাবে চলছিল পুকুর ভরাটের কাজ, শোরগোল পড়তেই বন্ধ হল মাঝপথে

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসেন ভূমি দপ্তরের আধিকারিক এবং ভরাটের কাজ বন্ধ করান।  

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-03-07 at 18.00.02 (1)

File Picture

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: বেআইনি ভাবে পঞ্চায়েত সদস্যার আত্মীয়ের পুকুর ভরাট চলছে জোর কদমে। দিনের আলোয় ট্রাক্টরে করে মাটি নিয়ে এসে ঢালা হচ্ছে পুকুরে। নিশ্চুপ স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্যা। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর সদর ব্লকের শিরোমণি গ্রাম পঞ্চায়েত এলাকায়। 

সব কাজের অনুমতি হয় না। বক্তব্য স্থানীয় পঞ্চায়েত সদস্যা রীতা মাইতির স্বামী সুশান্ত মাইতির। আর তাই অনুমতি ছাড়াই পুকুর ভরাটের কাজ চলছে জোর কদমে। পঞ্চায়েত সদস্যার দাবি, পুকুর পাড় বাঁধানোর জন্যই নাকি পুকুরে মাটি ফেলা হচ্ছে। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে এসে হাতেনাতে দুটি ট্রাক্টর আটক করে ঘটনাস্থল থেকেই।

WhatsApp Image 2025-03-07 at 18.00.03

যদিও যিনি পুকুর ভরাট করছেন সেই পুকুর মালিক প্রভঞ্জন মাইতির বক্তব্য, পুকুরের পাড় বাঁধানো হচ্ছে। যদিও ছবি বলছে অন্য কথা। খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসেন ভূমি দপ্তরের আধিকারিক। 

তিনি পরিষ্কার জানিয়ে দেন, পুকুর ভরাটের কোনো অনুমতিই নেই। ফলে প্রশাসনিক হস্তক্ষেপে পুকুর ভরাটের কাজ আপাতত বন্ধ করা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে পুকুর থেকে সমস্ত মাটি তুলে ফেলার। পুকুর সংস্কার করলে তাতে সরকারি ভাবে সহযোগিতা করা হবে।

WhatsApp Image 2025-03-07 at 18.00.02