নিজস্ব প্রতিনিধি, খড়গপুর: ফের আইআইটি খড়গপুরে এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। সোমবার সকালে সরোজিনী নাইডু ও ইন্দিরা গান্ধী হলে থাকা পড়ুয়াদের নজরে আসে ছাদ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে এক ছাত্রী। খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছায় আইআইটি কর্তৃপক্ষ।
/anm-bengali/media/post_attachments/95cf73f40a739be11f5c3af5c335eb968c9dbfc78f247a06225304e0159627dc.jpg)
জানা গিয়েছে, মৃত পড়ুয়ার নাম দেবিকা পিল্লাই। বাড়ি কেরালার চেপ্পাড থানার উত্তর এভুর এলাকায়। বায়ো টেকনোলজি ও বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বিটেকের চতুর্থ বর্ষের ছাত্রী ছিল দেবিকা। দিন কয়েক আগেই ছুটিতে বাড়ি গিয়েছিল সে। বাড়ি থেকে ফেরার পরেই এই ঘটনা। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে পাঠানো হচ্ছে খড়গপুর মহকুমা হাসপাতালে। আত্মহত্যা নাকি ঘটনার পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে।
/anm-bengali/media/post_attachments/ee65945352a701bfe929679e952cb1314b77aca5d32ed90f8f5a20802cdcf69e.webp)