হিন্দু, মুসলিম, জৈন সকলের মন আনন্দে ভরে উঠুক- এই বার্তা নিয়ে পালিত হল খুশির ঈদ

সম্প্রীতির বার্তা।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-03-31 at 3.18.17 PM

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: ইসলামিক দিনপঞ্জির অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। আজকের দিনে এই খুশির ঈদ পালন করল পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের দেউলীহাটের সাগরেশ্বরের বাসিন্দারা।

মুকুন্দপুর আটমহল ঈদগাহ কমিটির ব্যবস্থাপনায় পালিত হয় এই খুশির ঈদ। কমিটির সম্পাদক আবেদ আলি এবং উদ্যোক্তা মাওলানা নজরুল ইসলাম বলেন, "সকাল থেকেই আমরা খুশির ঈদ পালন করছি। সকলে সমবেত হয়েছেন। খুবই আনন্দ লাগছে। আমরা একমাস রোজা রাখার পর এই দিনে উপনীত হয়েছি বৃহৎ আনন্দ পাওয়ার জন্য। এখানে ৬০০০ এরও বেশি মানুষ জমায়েত হয়েছে। আমরা চাইব এই খুশির ঈদ সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক। হিন্দু, মুসলিম, জৈন, খ্রীষ্টান সকলের মন আনন্দে ভরে উঠুক আজকের দিনে। বাংলার তথা ভারতবর্ষের প্রতিটি মানুষের কাছে আজকের দিনটি খুশির দিন। বর্তমান সমাজ ব্যবস্থার উপরে আমরা সম্প্রীতির বার্তা দিচ্ছি। গোটা ভারতবর্ষের মধ্যে একে অপরের সঙ্গে একসঙ্গে আমরা যাতে থাকতে পারি সেই বার্তাই দেওয়া হয়েছে"।

eidmidna