নিজস্ব সংবাদদাতা: শিলাবৃষ্টিতে ভাঙলো একাধিক মাটির বাড়ি! নষ্ট বিঘার পর বিঘা চাষ জমি! মাথায় হাত সাধারণ মানুষজন থেকে শুরু করে চাষীদের। ক্ষতিপূরণের দাবিতে সোমবার সকালে ঝাড়গ্রাম চন্দ্রী রাজ্য সড়ক অবরোধ করল গ্রামবাসীরা। শিলাবৃষ্টির ফলে পায়রাগুড়ি, পাথরপদা, পেটবিন্দী এলাকায় ব্যাপক চাষের ক্ষয়ক্ষতি হয়। সেই সঙ্গে শিলাবৃষ্টির জেরে একাধিক বাড়ির ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিপূরণের দাবিতে সকাল থেকে হাতে প্ল্যাকার্ড নিয়ে গ্রামের মানুষজন রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখান।
/anm-bengali/media/media_files/2025/03/24/VfpgAOQuB67sLlk2kzSG.png)
যার জেরে ব্যস্ততম রাজ্য সড়কে দাঁড়িয়ে পড়ে যাত্রীবাহী বাস থেকে শুরু করে বিভিন্ন যাত্রীবাহী গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গ্রাম থানার পুলিশ। এলাকার বাসিন্দাদের বক্তব্য ক্ষতিপূরণের আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা পথ অবরোধ চালিয়ে যাবেন।