৯ টি আসনেই জয় পেল ঘাসফুল শিবির

জয়জয়কার ঘাস ফুল শিবিরে।

author-image
Adrita
New Update
া

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ কাঁথির সমবায় ব্যাংকের নির্বাচনে তৃণমূলের বিপুল ভোটের জয়ের পর এবার পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ নম্বর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের মহিষাগোট সমবায় সমিতির নির্বাচনে সমস্ত আসনে জয়ী হলো তৃণমূল কংগ্রেস। ধরাশায়ী বিরোধীরা।

কার্যত, ৯টি আসনের মধ্যে ন'টিতে জয়ী হল তৃণমূলের প্রতিনিধিরা। শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ২ নম্বর ব্লকের মহিষাগোট সমবায় সমিতির নির্বাচন ছিল। সেক্ষেত্রে ন'টি আসনের মধ্যে ৯টিতেই  বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলো তৃণমূলের প্রতিনিধিরা। উচ্ছ্বাসিত ঘাসফুল শিবির। আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বাড়তি অক্সিজেন পেল তৃণমূল।এই দিন সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলের প্রতিনিধিরা জয়ের পর কার্যত সবুজ আবির উড়িয়ে মিষ্টি মুখ করে বিজয় উৎসবে মাতল তৃণমূলের নেতা কর্মীরা।

দাঁতন ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ ইফতেকার আলী জানিয়েছেন, এই জয় মা মাটি মানুষের জয়। আমি সমস্ত জয়ী তৃণমূলের প্রতিনিধিদের অভিনন্দন জানাই। দলবদলু অধিকারীর অহংকারের পতন ঘটলো, এর থেকে তা প্রমাণিত হল। মানুষ তৃণমূলের সঙ্গে আছে এবং আগামীদিনেও থাকবে বলে দাবি করেন তৃণমূল নেতা শেখ ইফতেখার আলী। উপস্থিত ছিলেন দাঁতন ২ ব্লক তৃণমূলের সহ-সভাপতি কার্তিক চন্দ্র জানা, দাঁতন ২ ব্লক যুব তৃণমূল সভাপতি বিপ্লব বেরা, দাঁতন ২ ব্লক মহিলা তৃণমূল সভানেত্রী প্রীতিলতা বেরা, হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌ সাহু বেরা প্রমুখ।