হরি ঘোষ, দুর্গাপুর: সিলিন্ডার ফেটে সাইকেলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড। বেআইনিভাবে গ্যাস রিফলিং এর অভিযোগ। ভষ্মীভূত হল পাশের গোলদারি দোকানও।
এদিন কালো ধোঁয়ায় ঢেকে যায় পাশের স্বাস্থ্যকেন্দ্রও। আতঙ্কে স্বাস্থ্যকেন্দ্র ছাড়েন চিকিৎসক থেকে রোগীরা। পুড়ে যায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুটি সিসিটিভি ক্যামেরাও। আগুনের লেলিহান শিখায় বন্ধ হয়ে যায় দুর্গাপুরের ৩ নম্বর ওয়ার্ডের উইলিয়াম কেরি এলাকার গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল। আতঙ্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় গোটা এলাকা।
/anm-bengali/media/post_attachments/3bf01078-589.png)
ঘটনাস্থলে পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন আসে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রঞ্জিত খাঁ নামের এলাকার একটি সাইকেলের দোকানে গ্যাস সিলিন্ডারের পাইপ ফেটে যায়। তারপর ব্লাস্ট করে। নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে যায় সাইকেল মেরামতের দোকানে। আগুনের লেলিহান শিখায় ভষ্মীভূত হয় পাশের একটি গোলদারির দোকানও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুরের দমকলের একটি ইঞ্জিন। পরে আরো একটি ইঞ্জিন পৌঁছায়। এক ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়। পরে প্রায় ঘণ্টা দু’য়েক পর আগুন নিয়ন্ত্রণে আসে।