নেই পরীক্ষার্থী! জঙ্গলের ফাঁকা রাস্তায় ছুটল 'ঐরাবত'

কি এই ঐরাবত?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-03-03 at 11.09.24 AM

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: পরীক্ষার্থীদের জঙ্গল পথে যাতায়াতে যাতে কোন অসুবিধা না হয়, তার জন্য মোতায়েন ছিল বনকর্মী এবং বিশেষ গাড়ি 'ঐরাবত'। আগে থেকে এলাকায় মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছিল, জঙ্গল পথ দিয়ে যে সমস্ত পরীক্ষার্থীরা যাবে, তাদের নির্ভয়ে জঙ্গল পার করার জন্য বনকর্মীরা উপস্থিত থাকবেন। সেই মতো সোমবার উচ্চ মাধ্যমিকের প্রথম দিনে বিভিন্ন জঙ্গলপথে মোতায়েন ছিল বনকর্মীরা। 

WhatsApp Image 2025-03-03 at 11.09.24 AM (1)

মেদিনীপুর সদরের গুড়গুড়িপাল উচ্চ বিদ্যালয়ে হয়েছে পরীক্ষা কেন্দ্র। সেই কেন্দ্রে পৌঁছানোর জন্য নয়াগ্রাম উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের জঙ্গল পথ পেরোতে হয়। আগে থেকেই নয়াগ্রামে বনকর্মীরা ঐরাবত গাড়ি নিয়ে হাজির হয়েছিলেন। কিন্তু দেখা মিলল না পরীক্ষার্থীদের। মাত্র পাঁচ-ছয় জন পরীক্ষার্থীকে নিয়ে জঙ্গল পথ পেরিয়ে রওনা দিতে হলো বনকর্মীদের। জানা গিয়েছে, ওই স্কুলের বিভিন্ন এলাকার পরীক্ষার্থী রয়েছে। ফলে গুড়গুড়িপাল আসার জন্য তাদের অনেকগুলো পথ রয়েছে। নয়াগ্রাম দিয়ে আসার প্রয়োজনীয়তা মনে করেনি অনেক পরীক্ষার্থী ও তাদের পরিবারের লোকজন। চাঁদড়া রেঞ্জের ভারপ্রাপ্ত আধিকারিক শান্তনু কুলভি বলেন, "আমরা আগে থেকেই জানিয়ে দিয়েছিলাম, যে সমস্ত জঙ্গল পথ দিয়ে পরীক্ষার্থীরা আসবে তাদের বনকর্মীরা এসকর্ট করে নিয়ে যাবে পরীক্ষাকেন্দ্রে। এরপরও পরীক্ষার্থীরা তাদের নিজেদের সুবিধা মত বিভিন্ন রাস্তা ব্যবহার করেছে। তবে গাড়ি ছাড়াও জঙ্গলের বিভিন্ন পথে বনকর্মী মোতায়েন করা হয়েছে"।