নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: ভোটের সময়ে বনদফতরের চোখকে ফাঁকি দিয়ে বাড়ি তৈরির জন্য বনদফতরের জায়গার উপর বেঁধে ফেলেছিল লোহার কাঠামো। খবর পেয়ে সেই কাঠামো ভেঙে সরিয়ে দিলেন বনকর্মীরা। ঘটনাটি মঙ্গলবার মেদিনীপুর সদর ব্লকের গোলাপীচক এলাকায় ঘটে।
বনদফতর সূত্রে জানা গিয়েছে, সুদীপ ঘোষ নামে এক ব্যক্তি বনদফতরের জায়গার উপর পাকাপোক্তভাবে বাড়ি তৈরির জন্য গর্ত খুঁড়ে লোহার কাঠামো বেঁধে ফেলেছিলেন। সেই খবর পৌঁছায় বনদফতরে। বনকর্মীরা গিয়ে কাঠামো ভেঙে বাজেয়াপ্ত করে লোহার সামগ্রীগুলি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, মেদিনীপুর শহর সংলগ্ন গোলাপিচক, সূর্যনগর, বৈশাখীপল্লী এলাকায় বনদফতরে জায়গা রয়েছে। অনেকে সেই জায়গার উপর অবৈধভাবে বাড়ি নির্মাণ করে চলেছে। খবর পেয়ে ওই সমস্ত জায়গায় অভিযান চালিয়ে একের পর এক বাড়ি ভেঙে ফেলেন বনকর্মীরা। সম্প্রতি সূর্যনগর এলাকায় অবৈধ বাড়ি নির্মাণ ভাঙতে গিয়ে এক বনকর্মীর বিরুদ্ধেই বাড়ি তৈরি করার অভিযোগ উঠেছিল। তারও তদন্ত শুরু হয়েছে বলে বনদফতরে সূত্রে জানা গিয়েছে। তবে গোলাপিচক এলাকায় এর আগেও অনেকে এইভাবে বাড়ি নির্মাণের চেষ্টা করেছিলেন। তখনও বনকর্মীরা গিয়ে ভেঙে ফেলেন। মেদিনীপুর রেঞ্জের আধিকারিক শান্তনু কুলভি বলেন, "গোলাপিচক এলাকায় এক ব্যক্তি অবৈধভাবে বাড়ি নির্মাণ করছিলেন। তা ভেঙে ফেলা হয়েছে। লোহার সামগ্রীগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। ওই ব্যক্তির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে"।