নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ভোররাতে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা টোল সংলগ্ন ডেবরা পুলিশের নাকা চেকিংয়ে দুধের পিক আপ ভ্যান থেকে লক্ষাধিক টাকার নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল ডেবরা থানার পুলিশ। পুলিশ সুত্রে খবর, আজ ভোররাতে ডেবরা টোলের দিক থেকে কলকাতা মুখী একটি দুধের পিক আপ ভ্যান দেখে সন্দেহ হয় পুলিশের। তারপরেই চেকিং করতেই চক্ষু চড়কগাছ। পিক আপ ভ্যান থেকে লক্ষাধিক টাকার নিষিদ্ধ বাজি উদ্ধার হয়। গ্রেফতার করা হয় গাড়ির চালককে। কোথা থেকে এই বাজি এসেছে, কোথায় যাচ্ছে তা নিয়ে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ডেবরা থানার পুলিশ।
জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার জানান, "আজ ভোরে একটি গাড়ি থেকে ৩০ প্যাকেটের বেশী নিষিদ্ধ বাজি আমরা উদ্ধার করেছি। গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে"। অপরদিকে গাড়ির চালককে আজ মেদিনীপুর আদালতে তোলা হবে।