নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। উল্লেখ্য চন্দ্রকোনা রোডের বাসিন্দা দেবাশীষ রুইদাসের স্ত্রী মামনি রুইদাস মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের মাতৃমা বিভাগে ভর্তি ছিলে, এক পুত্র সন্তানের জন্মও দেন তিনি। কিন্তু সন্তান প্রসবের পর থেকে মামনির শরীর থেকে অতিরিক্ত রক্তপাত হতে থাকে বলে অভিযোগ তার পরিবারের। এরপর মৃত্যু হয় মামনির।
তাঁর মৃত্যুর পরই কান্নায় ভেঙ্গে পড়ে পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে মামনি রুইদাসের। পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধেও অভিযোগের আঙুল তোলেন তারা। চিকিৎসকদের বিরুদ্ধে সোচ্চার হোন মৃত মামনি রুইদাসের পরিবারের সদস্যরা। ত্রুটিযুক্ত স্যালাইন দেওয়া হয় বলে দাবি তাদের। পাশাপাশি এই হাসপাতালে স্যালাইন দেওয়ার পর আরও চার জন চিকিৎসাধীন রয়েছে। ইতিমধ্যে ঘটনার বিস্তারিত রিপোর্ট চাইলো রাজ্য।