পিংলায় গ্রাম পঞ্চায়েতের প্রধানের উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির

চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন।  

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
া

নিজস্ব সংবাদদাতা, পিংলাঃ পশ্চিম মেদিনীপুর জেলার জামনা ২ নং  গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝুম্পা পাত্রর উদ্যোগে জামনা রামকৃষ্ণ মিশন স্কুলে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা শিবিরের আয়োজন করা হল। যেখানে  MBBS ডাক্তারদের দিয়ে স্বাস্থ্য পরীক্ষা এবং বিনামূল্যে ওষুধ দেওয়া হল।পাশাপাশি  রক্ত পরীক্ষার  ব্যবস্থাও করা হয় এবং সবটাই বিনামূল্যে।

জানা গিয়েছে যে, চক্ষু পরীক্ষা করার পর  যাদের চশমার প্রয়োজন তাদের চশমা বিতরণ করা হচ্ছে বিনা পয়সায় এবং যাদের ছানি আছে তাদের ছানির অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের  প্রধান ঝুম্পা পাত্র,সমাজসেবী দিলীপ চক্রবর্তী, পঞ্চায়েত মেম্বার সুমন শাসমল ও শিব শংকর দাস সহ অন্যান্যরা।