নিজস্ব সংবাদদাতা: রাজ্যের জেলার জেলায় মিলছে ট্যাব কেলেঙ্কারির হদিশ, কোথাও পড়ুয়াদের অ্যাকাউন্টে বার বার ঢুকছে ট্যাবের টাকা আবার কোথাও ট্যাবের কোন টাকাই পাচ্ছে না পড়ুয়াদের একাংশ। এবার বীরভূমের কীর্ণাহার বালিকা বিদ্যালয় থেকে উঠে এলো নতুন এক অভিযোগ, বিদ্যালয়ের একটি পড়ুয়ার দাবী তার অন্যান্য সহপাঠীরা টাকা পেয়ে গেলেও তার অ্যাকাউন্টে ঢোকেনি ট্যাবের কোন টাকা।
স্কুল কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখতেই মেলে নাম বিভ্রান্তিয় হদিশ, প্রাক্তন এবং বর্তমান দুই পড়ুয়ার নামই চৈতালি হাজরা, দুজনেরই নাম এক হওয়ায় ঘটেছে এই বিভ্রান্তি। বর্তমান পড়ুয়ার ট্যাবের টাকা পৌঁছেছে প্রাক্তন পড়ুয়ার অ্যাকাউন্টে প্রাক্তন পড়ুয়ার অ্যাকাউন্টে। চৈতালি হাজরা বেশ কিছু বছর আগে স্কুল ছেড়ে চলে গিয়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। ইতিমধ্যে পুলিশের সাহায্যে তার অ্যাকাউন্ট থেকে স্কুল কর্তৃপক্ষ টাকা উদ্ধারও করেছে।
প্রাক্তন ছাত্রীর মা শিখা হাজরা জানিয়েছেন তার মেয়ে বিবাহিত এবং স্কুল ছেড়েছেন বেশ কিছু বছর আগে, তবে দশ দিন আগে স্কুল কর্তৃপক্ষ তাঁদের ডেকে পাঠিয়ে সমস্ত ডকুমেন্টস জমা করতে বলে। তারপরেই অ্যাকাউন্টে টাকা ঢোকে প্রাক্তন ছাত্রী চৈতালি হাজরার। কিন্তু হঠাৎ করে স্কুল জানায় টাকা অন্য ছাত্রীর। কীর্ণাহার থানার পুলিশ নিয়ে এসে ব্যাঙ্কে নিয়ে গিয়ে টাকা তুলে নেয়। এমনকি স্কুল থেকে বলা হয় তাকে ৫০০ টাকা দেওয়া হবে। এই ঘটনায় তাঁদের সম্মানহানি হয়েছে বলেও অভিযোগ করেন চৈতালির মা শিখা হাজরা।