জলপাইগুড়ির পরিস্থিতি খতিয়ে দেখতে মাঠে ময়দানে জেলাশাসক

এখনও জলপাইগুড়ির চিত্রটা বিধ্বংসী ঝড়ের প্রভাবে বিধ্বস্ত।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
zfrythtyhty.png

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিধ্বংসী ঝড়ের তিনদিন পার। অথচ এখনও জলপাইগুড়ির চিত্রটা বিধ্বংসী ঝড়ের প্রভাবে বিধ্বস্ত। চারিদিকে শুধু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধ্বংসস্তূপ। গ্রামবাসীদের বহু মানুষের অভিযোগ, তারা এখনও ত্রাণ পাননি। তাঁদের মাথা গোঁজার ছাদটুকুও নেই। খোলা আকাশের নীচেই কাটছে রাত।

এমনই একাধিক অভিযোগের মাঝে এবার পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকা পরিদর্শনে নামলেন খোদ জলপাইগুড়ির জেলা শাসক শামা পারভীন। তাঁর সাথে ছিলেন জেলার এসপি উমেশ গণপত। তারা ঝড়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ পর্যবেক্ষণ করেন। যাতে সবাই ত্রাণ পান, সেই দিকটা খতিয়ে দেখেন জেলাশাসক।

WhatsApp Image 2024-04-01 at 00.34.57.jpeg

jkjjujyuijk.png

Add 1