একই মঞ্চে দিলীপ-শুভেন্দু, বার্তা

কি বার্তা দিলেন দুই বিজেপি নেতা।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
ব

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের সমর্থনে শনিবার মেদিনীপুর বিধানসভার চাঁদড়ায় জনসভা বিজেপির। এদিন জনসভার মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। এদিন সভা মঞ্চ থেকে দুজনেই রাজ্যের বর্তমান পরিস্থিতি তুলে ধরে রাজ্য সরকার তথা শাসকদল তৃণমূলের তীব্র সমালোচনা করেন। পাশাপাশি দলীয় প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানান।

মঞ্চে উঠে শুভেন্দু অধিকারী বলেন, '' আমরা বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দম্ভ ভেঙে দিয়েছি। মানুষের বিপদের সময় বিজেপির বিধায়ক রায় আগে গিয়ে তাদের পৌঁছে পাশে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। জঙ্গলমহলের বিজেপির জনসভার একই মঞ্চে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ কে দেখা গেল।

দিলীপ ঘোষ মঞ্চ থেকে বলেন, '' পশ্চিমবঙ্গ এবার ভদ্রলোকদের রাস্তায় নেমে জাস্টিসের জন্য প্রতিবাদ জানাতে হচ্ছে। সেই সঙ্গেই আরজি করের মামলা নিয়ে একাধিক ভাষায় রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ। পাশাপাশি মেদিনীপুরের বিধানসভা উপনির্বাচনে জঙ্গলমহলের মানুষকে বিজেপির পক্ষে ভোট দেওয়ার আহবান জানান তিনি। এক্ষেত্রে উল্লেখ্য যে, আগামী ১৩ নভেম্বর মেদিনীপুর বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।