অখিল গিরিকে নিশানা দিলীপ ঘোষের

'লাঠি দিয়ে মেরে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া উচিত ছিল', অখিল গিরিকে নিশানা দিলীপ ঘোষের।

author-image
Jaita Chowdhury
New Update
dseh

নিজস্ব সংবাদদাতা: অখিল গিরিকে 'লাঠিপেটার' দাওয়াই দিলীপ ঘোষের। 'অখিল গিরি গতকাল গুন্ডামি করেছেন। অখিলকে মারেনি কেন, ওকে মেরে বের করে দেওয়া উচিত ছিল।' কাঁথিতে সমবায় ভোটে দাপাদাপি অখিলের, পাল্টা আক্রমণ দিলীপের। 'সমস্ত ভোটেই অশান্তির অ্যাজেন্ডা তৃণমূলের। একজন বিধায়ক ভোটকেন্দ্রে অশান্তি করবে চুপ করে থাকবে লোকে। লাঠি দিয়ে মেরে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া উচিত ছিল'। অখিল গিরিকে নিশানা দিলীপ ঘোষের

 

অখিল গিরির মন্তব্য মামলায় পুলিশ রিপোর্ট জমা দিতে বলল হাই কোর্ট