নিজস্ব সংবাদদাতা: মুখরক্ষাও করতে পারল না বিজেপি। ৬ কেন্দ্রের প্রতিটিতে গোহারা হারলো বিজেপি। বিজেপির অন্যতম টার্গেটেড আসন মাদারিহাট পর্যন্ত হাতছাড়া হয়ে গেল। সীতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংড়া – এই ৬ টি আসনে লজ্জাজনক হার হয়েছে বিজেপির। শুধু তাই নয় জয়ের কাছাকাছি মার্জিনেও পৌঁছাতে পারেনি বিজেপি। উপনির্বাচনে পরাজয়ের ধারা যেন জিইয়ে রাখল বিজেপি। আর এখানেই বোমা ফাটেলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষ এদিন বলেন, “আমি জানতাম এটাই হবে”। বিজেপির পরাজয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। প্রসঙ্গত দিলীপের আমলেই এই রাজ্যে সাফল্য অর্জন করে বিজেপি। দিলীপ ঘোষ তখন বিজেপির রাজ্য সভাপতি। ২০১৯ এর লোকসভা ভোটে ৪২ এর মধ্যে ১৮ টি আসন হস্তগত করে বিজেপি। সেই তখন থেকেই সদ্যোজাত বিজেপি যেন নতুন আলোর দিশা পায় বাংলায়।
২০২১ এর বিধানসভা নির্বাচনের পর দিলীপ ঘোষকে সরিয়ে রাজ্য বিজেপির সভাপতি দায়িত্ব দেওয়া হয় সুকান্ত মজুমদারকে। তারপর থেকে বিজেপির অবনমন হতে থাকে বাংলায়। বিজেপির ফলাফল নিয়ে সুকান্ত মজুমদারের দাবি, “বিধানসভা নির্বাচনে আমরা জিতবই”। অন্যদিকে “এই নির্বাচন জনতার রায় নয়” বলেই দায় এড়িয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী। কিন্তু দিলীপ ঘোষ বলছেন তিনি জানতেন এমন ফল হবে।
তার স্পষ্ট বক্তব্য, “ভোট ওরা করায় ওরাই জিতবে। নির্বাচনী প্রচারে গিয়ে মানুষের থেকে শুনেছেন বাড়ি থেকে বের হতে পারব কিনা ঠিক নেই ভোট কিভাবে দেব”। তবে তালডাংরা বিধানসভা উপনির্বাচনে ভালো ফলাফলের আশায় ছিলেন দিলীপ তাও হয়নি। মাদারিহাটে লড়াই হবে ভেবেছিলেন সেটাও কেড়ে নিয়েছে শাসকদল। তবে ড্যামেজ কন্ট্রোলের জন্য আলাদা করে আবার কোমর বেঁধে নামবে কিনা বিজেপি সংগঠন, তা নিয়ে এখনই কিছু বলতে নারাজ দিলীপ ঘোষ।