ইয়েমেনের রক্তাক্ত সকাল, মার্কিন হামলায় মৃত বহু শ্রমিক
মাঝ আকাশে বিমান হাইজ্যাকের চেষ্টা! যাত্রীর গুলিতে নিহত অভিযুক্ত
চোলাই মদ নির্মূলে মেদিনীপুরে যৌথ অভিযান, ধৃত এক ব্যক্তি
ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা শুধুমাত্র রাজনৈতিক কারণে হচ্ছে! কী বলছেন সাংসদ
মুর্শিদাবাদ নিয়ে বাংলাদেশের উদ্বেগ! তীব্র প্রতিক্রিয়া দেখাল ভারত
অশান্তির পুঙ্খানুপুঙ্খ তদন্তে মালদার পথে মহিলা কমিশনের টিম
মুসমানরা কবরে শুয়ে নেই... ফের বিস্ফোরক রাজ্যের মন্ত্রী
যীশু খ্রীষ্টের আত্মত্যাগ স্মরণ করে দেশবাসীকে শান্তি ও সহানুভূতির বার্তা দিলেন মোদী
মুখ্যমন্ত্রীর আপত্তি উড়িয়ে রাজ্যপালের মুর্শিদাবাদ সফর! উঠছে রাজনৈতিক প্রশ্ন

বেহাল রিভার পাম্প, শীতের মরশুমে জল সংকটে শতাধিক কৃষকরা

জল সংকটে শতাধিক কৃষকরা।

author-image
Adrita
New Update
ফ্র

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ১ নং ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায় ব্যাপকহারে সবজির চাষ হয়। সেই সবজি আমাদের রাজ্য ছাড়াও ভিন রাজ্যেও যায়। এই এলাকাগুলির মধ্যে অন্যতম হলো সিংহেরগড়। এই এলাকায় শতাধিক চাষীর মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে চাষে জলের সমস্যা। যার প্রধান কারণ হলো রিভার পাম্প। 

জানা গিয়েছে যে, বিগত প্রায় ২০ বছর ধরেই বিকল রিভার পাম্প। কম খরছে জেলা পরিষদ থেকে বসানো হয়েছিল রিভার পাম্প। কিন্তু তা বিকল। তাই দূর থেকে জল নিয়ে আসতে হয়। মিনিডিপ যাদের রয়েছে বেশী টাকা দিয়ে জল নিতে হয়। তাই চরম সমস্যা প্রতি বছর লেগেই থাকে। তাই চাষীরা চাইছেন বর্তমান সরকার তাদের দিকে নজর দিক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, কাঁসাই নদীতে জল রয়েছে। যদি রিভার পাম্প বসানো হয়, বা সোলার মিনিডিপ বসানো হয় তাহলে অল্প খরচে তারা চাষের জল পেয়ে যাবে। কিন্তু তা আদতে হয় কিনা সেটাই দেখার বিষয়। যদিও এ বিষয়ে ভবানীপুর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান জগন্নাথ মূলা জানিয়েছে সত্যি জলের সমস্যা রয়েছে। আমরা সেচ দপ্তরের বিভিন্ন জায়গায় জানিয়েছি। কতটা লাভ হবে তা বলতে পারবো না। চাষীরা এখন নিজেদের মতো করর যা করার করছে।